
শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ইএন গ্লোবাল এডুকেশন লি: এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইএন গ্লোবাল এডুকেশন লিমিটেড এর সিলেট ব্রাঞ্চ ম্যানেজার ইকবাল মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইমরান হোসেন ইমন তার বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে সেখানের মূল ধারায় ক্যারিয়ার গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ইমিগ্রেশন আইন ও বিদেশে পড়াশোনাকালীন বিভিন্ন করনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ইএন গ্লোবাল এডুকেশন লি: থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় সুযোগপ্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।