ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন কুলাউড়ার রিপন
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ২:০৬ মিনিটকাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন, কুলাউড়ার কৃতী সন্তান রেজাউল করিম রিপন।
রেজাউল করিম রিপনের বাড়ি কুলাউড়া কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম গ্রামে।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রিপন প্রবাসের মাটিতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন আশাবাদ রেখেছেন ইতালি আওয়ামী লীগের নেতারা।
তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রেজাউল করিম রিপনকে ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রবাসী রেজাউল করিম রিপন দীর্ঘকাল ইতালিতে সামাজিক ও রাজনৈতিক সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি কুলাউড়া ছকাপন স্কুল থেকে ১৯৯৫ সালে এসএসসি পাস করেন এবং ১৯৯৭ সালে কুলাউড়া ডিগ্রি কলেজের অন্যতম ছাএলীগ নেতা ছিলেন।