কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাৎ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৮ মিনিটবার্তালোক ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ একদিনে দুইজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নেজামুদ্দীন সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মহিউদ্দিন মহোদয়ের সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে জমিয়ত নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।
পরে একই দিনে তারা কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ওমর ফারুক মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা কুলাউড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গঠনমূলক মতামত তুলে ধরেন।
সাক্ষাৎকালে জমিয়তের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন:
– কুলাউড়া উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আলা উদ্দীন
– সদস্য মাওলানা মাহমুদুল হাসান
– কুলাউড়া পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ আসজাদ
– কুলাউড়া উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আজিজ
– সাধারণ সম্পাদক হাফিজ রেজাউল করিম এহসান
– সহ-অর্থ সম্পাদক হাফিজ জামরুল ইসলাম
– উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শামসুল ইসলাম সাইমী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব শিব্বির, প্রচার সম্পাদক হাফিজ মাসউদুর রহমান সালিম প্রমূখ।