লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৯:১৩ মিনিট
বার্তালোক ডেস্ক : শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় মৌলভীবাজার শহরের খানদানি হোটেলে এডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন লাইফ লাইন ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ শাহী আহমদ, প্রচার সম্পাদক খালেদ আহমদ সামির। উপস্থিত ছিলেন সংবর্ধিত প্রবাসী সদস্য ফরিদ মিয়া,রাজন আহমদ,রাসেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল আহাদ, জুয়েল আহমেদ, লুৎফুর রহমান, জুনেদ আহমেদ, সবিউল আহমেদ, হুসাইন আহমদ পলাশ, আল আমিন, রুহুল আমিন রুবেল, ইমরান আহমেদ, মজনু মিয়া, জসিম উদ্দিন, আফজল মিয়া, জুনায়েদ আহমদ , আলী আহমদ, মাহফুজুর রহমান, পারভেজ আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির নেতৃত্বে এই সংগঠন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজসেবামূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষের দিকে প্রবাসীদের সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে শেষ হয়।