দীর্ঘ পনেরো বছর অধিক সময় পর নিজ মাতৃভূমি বাংলাদেশের কুলাউড়া আসছেন বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী !
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৯:০৬ মিনিটমোঃ ইব্রাহীম আলী : দীর্ঘ ১৫ বছরের অধিক সময় পর নিজ মাতৃভূমি বাংলাদেশের কুলাউড়া আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতাদের অন্যতম, শরিফুজ্জামান চৌধুরী (তপন)
এক বার্তায় তিনি জানান আগামী ৯ সেপ্টেম্বর সোমবার কুলাউড়া আসছি’ নিরাপদে পৌঁছে সবার সাথে দেখা করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করি।
তিনি জানান সৈরাচার শেখ হাসিনা সরকার অবৈধভাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম স্যাটেলাইট টিভিতে বিপক্ষে বক্তব্য দেই তার পর থেকে বিভিন্ন ভাবে গুম খুনের হুমকি আসে তাতে বলা হয় দেশে আসলে আমাকে গুম করা হবে। সেই বিষয় গুলো আমার পরিবার ও স্বজনের নজরে আসলে তারা ইংল্যান্ড থেকে আমাকে দেশে আসতে দেননি। দূঃখ্যের বিষয় আমার অত্যন্ত আদরের প্রিয় ছোট ভাই শিক্ষানূরাগী *চয়ন জামান চৌধরী’র মৃত্যুতেও তাকে শেষ দেখা হয়নি।
ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে সৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর সবাই আহবান করছেন দফায় দফায়, আমার মা আমার সাথে এখানে অসুস্থ থাকায় তাৎক্ষণিক আসতে পারিনি, আলহামদুলিল্লাহ.আল্লাহর রহমতে ৯ সেপ্টেম্বর সোমবার আসার ব্যবস্তা হয়েছে, সবার সাথে দেখা হবে আমি আনন্দিত এবং আত্মহারা তাই দোয়া কামনা করছি সকলের প্রতি আমি যেনো সহিসালামতে আমার মা সহ দেশে এসে পৌছাতে পারি,দোয়া করবেন সবাই।