কুলাউড়ায় সানরাইজ এস এস ক্লাবের কমিটি গঠন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ১১:৪৫ মিনিট
এম আর রাসেল: কুলাউড়ায় অন্যতম সামাজিক সংগঠন সানরাইজ এস এস ক্লাব’র নতুন কমিটিতে এ পি তালুকদার টনিকেকে সভাপতি ও শান্ত আহমেদকে সাধারণ সম্পাদক, সাহান আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই শুক্রবার সানরাইজ এস এস ক্লাবের উপদেষ্টা ও বোর্ড কমিটির নেতৃবৃন্দ আগামী ২বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যরা হলেন, সহ–সভাপতি আরমান রফিক, আরিফুল ইসলাম, ওয়ারিসান আলফা মিজা, রিদয় আহমেদ, মাহিনুর রহমান মাহি, সহ–সাধারণ সম্পাদক মাহিম আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, হিমেল আহমেদ, মুরছালিন আহমেদ, হাছান তালুকদার, সহ–সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সজিব, আলিফ আহমেদ, নিবির আহমেদ, তাজুল ইসলাম, সামাদ আহমেদ, অর্থ সম্পাদক দ্রুব বৈদ্য, সহ অর্থ সম্পাদক জীবান আহমেদ, দপ্তর সম্পাদক হাছিন চৌধুরী, প্রচার সম্পাদক রিদয় আহমেদ, সহ–প্রচার সম্পাদক রুহেল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাফী আহমেদ, সহ–শিক্ষা বিষয়ক সম্পাদক জিহাদ, সমাজসেবা সম্পাদক আরিফ হাছান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিয়াম আহমেদ, সহ–সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবির আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক অমিত আহমেদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন তানজিদ, নাইম তালুকদার, জাহিদ আলম নাইম, হাসিম আহমেদ, কামরুল ইসলাম, বাপ্পি আহমেদ, আরিফ আহমেদ, কামিল আহমেদ, মাহিন আহমেদ, এ পি তালুকদার ছনি, আবু ইসলাম, আলামিন হোছাইন, আয়াতুল মিয়া, অপু , নয়ন মল্লিক , ইমাদ উদ্দিন, মিংকন মিয়া, শাহান আহমেদ, কাউছার আহমেদ, তাহসিন আহমেদ, সাঈদ, রায়হান তালুকদার, মইনুল হক, জাকির ইসলাম , তায়েফ আহমদ, মোতালেব মিয়া, সাব্বির আহমেদ, রিফাত, জুবেল, শাহিন, সোহান, জামিল, সৈয়দ রাফি, আয়েস, রিপন, সুবিদ, সায়মন, নজরুল, তুহিন আহমেদ, রুহেল আহমেদ ,শামীম আহমেদ