লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রুহেল বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে ২০১৯ সালে রাঙ্গিছড়া বাজারের সরকারী ৪ শতক জায়গা জবর দখল করে একটি পাকা ঘর নির্মান করেন। কিছুদিন কেজি স্কুল পরিচালনা করেন। ছাত্র-ছাত্রী না থাকায় পরে কেজি স্কুল বন্ধ করে তাঁর ব্যবহৃত প্রাইভেট কার ওই পাকা ঘরে রেখে গ্যারেজ হিসাবে ব্যবহার করে আসছেন। বাজারের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বাজারের জায়গা এখন শেখ রুহেলের দখলে রয়েছে। এছাড়াও শেখ রুহেল বাজারের ড্রেন নির্মানেও অনিয়ম করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।
বাজারের বর্তমান ইজারাদার মোঃ রাহেল মিয়া বলেন, রাঙ্গিছড়া বাজারটি বিগত ১ লা বৈশাখ হতে তিনি সরকারের নিকট থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার পর দেখতে পান, বাজারের গুরুত্বপূর্ণ ৪ শতক জায়গার উপর শেখ রুহেল পাকা ঘর নির্মাণ করে গাড়ির গ্যারেজ করে বাজারের ব্যবসায়িক কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়াও বাজারের ড্রেন নির্মানে তিনি ৪ লক্ষ টাকার প্রকল্পে নামমাত্র কাজ করে বাকি টাকা আতœসাৎ করেছেন। আমি সহকারী কমিশনার ভূমিকে লিখিতভাবে জানিয়েছি। বাজারের জায়গা উদ্বার করে ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান বর্তমান এই ইজারাদার।
এ ব্যাপারে শেখ রুহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমার। তাই বাসার সামনের জায়গাটিতে আমি স্কুল প্রতিষ্ঠা করেছি কোন গ্যারেজ বানাইনি। এলাকার একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, ‘এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ’