প্রিয় কুলাউড়া’র আয়োজনে বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ৪:৩৬ মিনিটকুলাউড়া প্রতিনিধি : জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘প্রিয় কুলাউড়া’র আয়োজনে কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুন শনিবার প্রাথমিক চিকিৎসা ও জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, গ্যাষ্টিক এর ঔষধ ফ্রি বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের শুরুতে প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায়, সম্পাদক এ কে এম জাবের এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি,প্রিয় কুলাউড়ার পরিচালক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সবুজ সিংহ ক্লাবের সভাপতি সংবাদকর্মী রুবেল বখস পাভেল, কুলাউড়া’র বার্তা প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলী, মাসুদ আহমদ স্টাফ রিপোর্টার প্রিয় কুলাউড়া, লংলা পরগনা প্রতিনিধি আরিয়ান রিয়াদ প্রমুখ।