রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীনফোনের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ১০:৪১ মিনিটমৌলভীবাজার প্রতিনিধি : রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজার পরিদর্শন করেছেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক এর উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীনফোনের একটি প্রতিনিধি দল।
সোমবার ২০ মে সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিখ্যাত ধামাইল গানের মাধ্যমে অতিথিদের স্বাগতম জানানো হয় এবং রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
পরে আগত অতিথিদের সাথে পল্লীকণ্ঠের কর্মীদের পরিচয় পর্ব এবং রেডিও অনুষ্ঠানের উপর মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীনফোনের সহযোগীতায় এবং রেডিও পল্লীকন্ঠের বাস্তবায়নে স্টুডিও থেকে সরাসরি ফোন-ইন-লাইভ“ কিশোরী ও তরুণদের জন্য নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল স্পেস” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব, হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস এন্ড পার্টনারশিপস রাসনা হাসান ও মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্র ধর অর্ঘ।
অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষা বাড়াতে করনীয়সমূহ, নিরাপদ ইন্টারনেট, অনলাইন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
লাইভে শ্রোতারা তাদের বিভিন্ন মতামত এবং উপস্থিত অতিথিদের এসএমএস, ফোনকলে ও ফেইসবুক কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন এবং উত্তর জানতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কবিতা বোস, কান্ট্রি ডিরেক্টর প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিসিআর এর কো-অর্ডিনেটর সুমিতা রবিদাস, রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন, শ্রোতাক্লাবের সদস্য মাহদিয়া জান্নাত বুশরা ও মিঠুন ওড়াং প্রমসহস ছিলেন রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজকবৃন্দ।