বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ স্কুল আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ১২:১১ মিনিটমৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, মৌলভীবাজারের আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়। এর আগে বিদ্যালয়টি জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
সোমবার (১৩) মে সিলেট বিভাগীয় যাচাই বাছাই কমিটির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকটি ধাপের মাধ্যমে সেরাদের সেরা নির্বাচিত করা হয়। আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ২২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।উত্তীর্ণ হয়েছে ২১০ জন, এবং জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। জানা যায় শ্রেষ্ঠ গার্ল গাইডে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম ইসলাম সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং লোক নৃত্যে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, অনশ্রী রাণী দাশ বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করে।
বিদ্যালয়টিতে ৪১ জন শিক্ষক এবং ১০ জন কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে। প্রতি বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ শিক্ষা, এবং নানান ধরনের প্রতিযোগিতা সহ সকল কাজ সম্পন্ন হয় প্রধান শিক্ষক মঈনুল হকের তত্ত্বাবধানে এবং তার নিরলস পরিশ্রম ও চেষ্টায় বিদ্যালয়টি সিলেট বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হক জানান, আমাদের বিদ্যালয়টি সিলেট বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জনের পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে, বিদ্যলয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের। এ অর্জন আমাদের একা নয় গোটা জেলার, তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ক্যাটাগরিতেই অংশগ্রহন করে সুনামের সাথে কৃতিত্ব অর্জন করে। বিশেষ করে মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় সহ আরো অনেকেই আমাদের এগিয়ে যেতে নানান ভাবে সহযোগিতা করেন, তাদের সহযোগিতার মাধ্যমেই বিদ্যালয়টি এই পর্যায় আসতে পেরেছে, তিনি বিদ্যালয়ের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।