হঠাৎ আরিফের বাসায় আনোয়ারুজ্জামান, চাইলেন দোয়া
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৭:৫৮ মিনিটসিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ রবিবার সকালে তিনি মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে হঠাৎ হাজির হন। এ সময় তিনি মেয়র আরিফের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।
জানা গেছে, সকাল ১০টার দিকে আরিফুল হকের বাসায় উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতার আলাপকালে আনোয়ারুজ্জামান সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মেয়র আরিফুল হকের কাছে দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।