ঘাবড়ে গিয়েছিলেন সানি
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৩:১৭ মিনিটবিনোদন ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের পরীক্ষায় রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন সানি লিওন। বলিউড নায়িকার উপলব্ধি, জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা কাশ্যপ নিয়ে নিয়েছেন।
অনুরাগ কাশ্যপের ছবি ‘কেনেডি’র মাধ্যমে পর্দায় ফিরলেন সানি। অনুরাগ ছবির প্রিমিয়ারের কথা ঘোষণা করেছেন। থ্রিলারধর্মী ছবিতে অভিনয় করেছেন রাহুল ভাটও।
ঘরভর্তি লোকের সামনে তাকে অডিশন দিতে হয়েছিল। সানি ভেবেছিলেন, হয়তো শুধু পরিচালক এবং প্রযোজক থাকবেন, কিন্তু তা নয়। বিশেষ করে নারীরা সবাই ঘরের ভেতরে বসেছিলেন। সহকারী পরিচালক, অন্যান্য সহকারী, সবাই ঘরেই ছিলেন।
সানির কথায়, খুব ভয়ে ভয়ে অডিশন দিয়েছিলাম। জানি না, কেন এত ঘাবড়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলাম এটা ভেবেই যে, ওটা আমার জানা পরিধির বাইরে ছিল। ১০ জন লোক আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, তারা আমার পারফরম্যান্স বিচার করছেন ওখানেই।
সেই যাত্রায় পাস করে যান বলে জানান এই অভিনেত্রী। ছবির জন্য তাকেই বাছাই করা হয়। ‘কেনেডি’র কাহিনি অনুরাগের লেখা। মে মাসে ছবিটি প্রথম দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে।