কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৫, ১২:৩১ মিনিটকুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া সদর ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ২১ মার্চ রাতে সদর ইউনিয়নের দাসের মহল সংলগ্ন একটি মার্কেটে আয়োজিত ওয়ার্ড সম্মেলনে সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ, সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক রুমেল খান, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক শাহিন মিয়া। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব কাজল, আব্দুল মতলিবসহ বিএনপির নেতাকর্মীরা।
সভা শেষে উপস্থিত সকল বিএনপি নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটিতে আব্দুল জলিল হাসনুকে সভাপতি, মোঃ তাহের আলী লেবুকে সিনিয়র সহ-সভাপতি, উস্তার আলীকে সাধারণ সম্পাদক, মোঃ ফয়েজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক ও জুবেদ আহমদ চৌধুরী সুমনকে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।