কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর দীর্ঘায়ু এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ ও জয়নাল আবেদীন বাচ্চু। বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমেদ, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহবায়ক

কাওসার আহমেদ নিপার, সাবেক ছাত্রনেতা নিজামুর রহমান টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা গিয়াস উদ্দিন মোল্লা, যুবনেতা শেখ সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খান, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আতিক, কলেজ ছাত্রদল নেতা মৌসুম সরকার ও হাবিবুর রহমান টিপু প্রমুখ। এসময় পৌর বিএনপি ও উপজেলার ১৩ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতারে অংশ নেন। সভাশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুবিন জিহাদী।