অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৩:৫৯ মিনিটসামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। তিনি ওই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে বলেন, গত কয়েকদিন পূর্বে ‘কুলাউড়ার তাজা খবর’ নামে একটি ফেইক ফেসবুক আইডি দিয়ে সামাজিক মাধ্যমে নানা অসত্য ও ভূয়া তথ্য দিয়ে আমাকে জড়িয়ে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, আমি নাকি আওয়ামীলীগের দোসর ছিলাম। আমি সবসময় বিএনপির রাজনীতি করেছি এখনও করে যাচ্ছি। কখনও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি নাকি দুর্নীতির পাহাড় গড়েছি। অথচ গত দেড় মাস আগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে আমি কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাই। দায়িত্ব পেয়ে পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্যব্যক্তিদের সাথে সমন্বয় করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি। আমার সময়কালে পরিষদে এখনও বড় কোন প্রকল্প পাওয়া যায়নি। যে প্রকল্প তালিকা প্রশাসনের কাছে দেয়া হয়েছে তা পরিষদের সিদ্ধান্তনুযায়ী প্রত্যেক সদস্যদের ওয়ার্ডে সুষম বন্টন করে দেয়া হয়েছে। সেই কাজগুলো এখনো বাস্তবায়ন হয়নি তাহলে কিভাবে আমি দুর্নীতি করলাম সেই বিচার ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দিলাম। এমনকি ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রকল্পের টাকা দিয়ে আমার ছেলেকে নাকি দামি মোটরসাইকেল কিনে দিয়েছি। অথচও আমার ছেলে যে মোটরসাইকেল চালাচ্ছে সেটি ২০১৫ সালে কিনে দিয়েছি। আমি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে। আমি উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. শহীদুল ইসলাম- ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কুলাউড়া সদর ইউনিয়ন