কুলাউড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ১১ জনকে জরিমানা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৫, ৭:৪১ মিনিটকুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় নদী শাসন আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ খালেদ আহমদের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সামাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এদিকে কুলাউড়ারর সর্ববৃহৎ রবিরবাজারে পণ্যের মোড়কে মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, সরকারি আইন না মেনে সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। স্থানীয় লোকজনের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ে মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে রাজাপুর সেতু সংলগ্ন এলাকা থেকে অবাধে বালু উত্তোলন করার কারণে মহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছিলেন পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের জনগণ। রাজাপুর সেতু এলাকা থেকে নদী শাসন আইন না মেনে বর্তমান ইজারাদার খালেদ আহমদ দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। যার কারণে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতুটি চালু হওয়ার আগেই চরম হুমকির মুখে পড়ে। #