কুলাউড়ায় ‘ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ কর্তৃক প্রবাসী সংবর্ধনা,দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৩:৪৫ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে প্রবাসী সংবর্ধনা দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ০৭/০৩/২০২৫ইং বিজয়া বাজারস্থ ইকরা লতিফিয়া একাডেমি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ফ্রান্স প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সামাদ খান রাজু ও সাবেক প্রবাসী জুবের আহমদ এবং প্রবাস গমণ উপলক্ষে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মায়াজ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলাল আহমদ সত্বাধীকারী হেলাল টেইলার্স বিজয়া বাজার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাদ খান রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবের আহমদ, বক্তব্যে তারা বলেন ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন, সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যা বর্তমান অবক্ষয়ের দিকে ধাবিত যুবসমাজের জন্য আলোক বর্তিকা। প্রধান অতিথি সামাদ খান রাজু বলেন সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সাথে আছি জনহিতকর সকল কর্মকাণ্ডে সামনের দিনগুলোতেও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।
উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম আলী,প্রতিষ্ঠাতা (কুলাউড়ার বার্তা) ও সাবেক সহ-সভাপতি ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন, ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সাধারণ সম্পাদক শেখ সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মায়াজ আহমদ, রুমন আহমদ, সহ-সভাপতি শাহনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম অপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ মারুফ, প্রচার সম্পাদক ইমন আহমদ সহ সংগঠনের কার্যকরী সদস্য বৃন্দ, বাজারের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা ক্রেস্ট বিতরণ শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ হারুন, মাওলানা আব্দুল মালিক,মাওলানা শরীফ উদ্দিন আহমদ। দোয়া মিলাদ শেষে উপস্থিত দুই শতাদিক রোজাদার মিলে ইফতার সম্পন্ন হয়। সবাই ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন উত্তর উত্তর সাফল্য কামনা করেন।