বাইসাইকেল চালিয়ে ২০০ তম সেঞ্চুরি করলেন কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের সুপ্রিয় পাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ২:২৯ মিনিটবাইসাইকেল চালিয়ে ২০০ তম সেঞ্চুরি করলেন কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের সুপ্রিয় পাল।
কুলাউড়া প্রতিনিধি : একদম সাধারণ নন গিয়ার বাইসাইকেল তা দিয়েই পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি। মানে দৈনিক ১০০ কিলোমিটার চালানোর ১৫০ তম রাইড করেন। তারপর মোটামুটি ভালো মানের গিয়ার সাইকেল দিয়ে মোট ২০০ সাইক্লিং সেঞ্চুরি সম্পন্ন করেন। সুপ্রিয় পাল ২৪ বছর বয়সী এক তরুণ।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রানী পালের একমাত্র ছেলে। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি ঝোঁক ছিলো তার।
তিনি সাইক্লিং গ্রুপ সেঞ্চুরিয়ান রাইডার্স এর দায়িত্বে আছেন।
তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীন ব্যক্তি সপ্তাহে ১দিন বাইসাইকেল নিয়ে প্রায় ৬০ কিলোমিটার দূরে সিলেট শহরে চলে যেতেন। উনার গল্প শুনেই শত কিলোমিটার পথ বাইসাইকেলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাও আবার একদম সাধারণ মানের নন গিয়ার বাইসাইকেল দিয়েই স্বপ্ন পূরণে নামেন তিনি।

default
২০২১ সালের ১৩ই মার্চ বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি। এরপরে আর থেমে থাকেনি তার বাইসাইকেলের প্যাডেল।
গত ৮ মার্চ সিলেটের টিলাগড় পয়েন্ট থেকে তামাবিল স্থল বন্দর আসা যাওয়া করে ১০৮ কিলোমিটার এর ২০০ তম সেঞ্চুরি সম্পন্ন করেন।
এই রাইডে ১৩ জন সাইক্লিষ্ট ছিলেন।
এছাড়াও বাইসাইকেল চালিয়ে কক্সবাজার,চট্টগ্রাম,ঢাকা,নরসিংদী,ব্রাক্ষণবাড়িয়া,কুমিল্লা,সুনামগঞ্জ,হবিগঞ্জ গিয়েছেন।
গতকয়েকমাস আগে সিলেট বিভাগের ৪টি জেলায় ২৩ ঘন্টা ৪৫ মিনিটে ৩০০ কিলোমিটার রাইড সম্পন্ন করেন।
গত জানুয়ারি মাসে ২৯ দিনের মধ্যে ২০ টি সাইক্লিং সেঞ্চুরি রাইড করেন।
অসাধ্যকে সাধন করা সদা হাস্যোজ্জ্বল সুপ্রিয় পাল সংবাদকর্মীদের জানান, সেঞ্চুরি কিলোমিটারের ২০০তম রাইডের স্বপ্ন পূরণ হয়েছে, আগামীতে বাইসাইকেলে চেপে টেকনাফ থেকে তেতুলিয়া ও ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন রয়েছে, বাইসাইকেল নিয়ে রেইস প্রতিযোগীতায় যাওয়ার ইচ্ছে আছে।
সুপ্রিয় জানায় *সে থেমে থাকবে না,স্বপ্ন আর জেদ কে বাস্তবে রূপ দিবেই।