কুলাউড়ায় পিঠা উৎসবে ব্লাডগ্রুপ নির্ণয় স্টল-বিনামূল্যে নির্ণয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ১:৫৭ মিনিটকুলাউড়ায় পিঠা উৎসবে ব্লাডগ্রুপ নির্ণয় স্টল- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মোঃ ইব্রাহীম আলী : লংলা আধুনিক ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের আয়োজনে « পিঠা উৎসব-২০৪২ খ্রিঃ» উপলক্ষে কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ❝স্বাধীনতা মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির, মৌলভীবাজার জেলা শাখা এর উদ্যােগে ২০৭ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পুর্ন।
গতকাল শনিবার (৯ মার্চ ২০২৪) সকালে ‘এসো গড়ি রক্তের বন্ধুত্ব’ স্লোগানের মাধ্যমে দিনব্যাপী এই ক্যাম্পেইন সম্পন্ন হয়। একঝাঁক নব তরুণের ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়ক আহমেদ সুমন, মৌলভীবাজার জেলা সমন্বয়ক মতিউর রহমান,সিলেট জেলা সমন্বয়ক আবু মোঃ ফাহমিদ আলম রাফি,এমপিআই ক্যাম্পাস সমন্বয়ক শাহীন আলম সহ জেলা ও ক্যাম্পাসের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
উক্ত ক্যাম্পেইনে ৪৯১ জন শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং তাঁদেরকে রক্ত দানের জন্য উৎসাহিতও করেন।
❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞ এর স্বেচ্ছাসেবীরা একান্ত সাক্ষাতে বলেন, মানবতার মাঝি হতে আমরা সকলেই নিজেদের ধন্য মনে করি, আমাদের কারো মা-বাবা,ভাই-বোন এবং আত্মীয় স্বজন রক্তের অভাবে মৃতু্বরণ যাতে না হয় স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসে শিক্ষার্থীরা সেই লক্ষে আমরা এমন ব্যতিতক্রমী উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ উক্ত কলেজের শিক্ষক- শিক্ষিকা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই।
রক্তদানের কোন বিনিময় নেওয়া হয় কিনা এবং আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে কী জানতে চাইলে,স্বেচ্ছাসেবীরা বলেন, সকল সদস্যকে স্পষ্ট ভাবে প্রতিনিয়ত বলে দেওয়া হয় যে’ রক্তদানের ভিত্তিতে, কোন প্রকার বিনিময় নেওয়া যাবেনা। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে হচ্ছে রক্তদাতা সংগ্রহ করা। এখনো আমাদের সমাজের অনেকেই আছেন, যাঁরা নিজের ব্লাড গ্রুপটিও জানেনা। যার ফলে কমে যাচ্ছে রক্তদাতা। তাই এই সংকট নিরাসনের লক্ষ্যে, তাঁদের এই উদ্যোগ বলে জানান।