মৌলভীবাজারে গণ অধিকার পরিষদ (জিওপি)’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪৩ মিনিটবিশেষ প্রতিনিধি : গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি) মৌলভীবাজার জেলা শাখার সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
৫ই ফেব্রুয়ারি বুধবার সকালে জেলার কার্যালয় থেকে মিছিল নিয়ে শহরের চৌমুহনা প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ করা হয়।
এসময় দলটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হানের নেতৃত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নিরাপত্তা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক আবদুন নুর তালুকদার, মৌলভীবাজার-৩ আসনে ট্রাক প্রতিকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী নাহিদা খানম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসাইন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ, সদর উপজেলার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, রাজনগর উপজেলার সভাপতি সুন্দর মিয়া, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতা কিবরিয়া আহমেদ, নুর আহমদ হাসান, রায়হান উদ্দিন, হাফিজ সুমন, জুবায়ের আহমদ সহ গণ, যুব, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।