কুলাউড়ায় বিট অফিসার আহমদ আলীর নেতৃত্বে ২ বছরে ১৩ কাঠ পাচারকারীকে আটক, ৫০ লক্ষ টাকার কাঠ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩০ মিনিটকুলাউড়ায় বিট অফিসার আহমদ আলীর নেতৃত্বে ২ বছরে ১৩ কাঠ পাচারকারীকে আটক, ৫০ লক্ষ টাকার কাঠ জব্দ
কুলাউড়ার প্রতিনিধি : কুলাউড়া রেঞ্জের গাজীপুর ফরেস্ট এলাকায় বিট অফিসার আহমদ আলীর নেতৃত্বে ১৩ জন কাঠ পাচারকারীকে আটক করাসহ প্রায় ৫০ লক্ষ টাকার পাচারকৃত কাঠ জব্দ করেছে বন বিভাগ।
গাজিপুর বিট অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া রেঞ্জের ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ রিয়াজ উদ্দিনের নির্দেশনায় গাজীপুর বিট অফিসার আহমদ আলী গত ২ বছরে ১৩ জন আসামিকে আটক করেন এবং ৩ টি গাড়ি জব্দ করেন। এছাড়া ১০টি বন মামলা দায়ের করেন। আটককৃত আসামীরা হলেন, রতন কর্মকার, মাহমুদ চৌধুরী, জমির আলী, হারুনুর রশিদ, আব্দুল্লাহ, শাহাব উদ্দিন, মোঃ রাজন, জবরুল মিয়া, রব মিয়া, আবুল হোসেন, রুহেল আহমদ, রাসেল মিয়া ও সুয়া মিয়া। ইতিপূর্বে তিনি শায়েস্তাগঞ্জে বিট অফিসার হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে বনজদ্রব্য পরিক্ষণ ফাঁড়িতে ১ বছরে ১৪ টি গাড়ি জব্দ করে বন মামলা দায়ের সহ ১৭ জন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছিলেন।
আহমদ আলীর ২৫ বছরের কর্মজীবনে বন ও বনভূমি এবং বন্যপ্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাসহ বনের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। জবরদখল হওয়া বন ভূমি উদ্ধার, অবৈধ করাতকল উচ্ছেদসহ নতুন বন বাগান সৃজন করে বনের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।