গন্ডেহরি আমার জন্মভূমি আয়োজিত নাইট কাবাডি টুর্ণামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন গনি টাইগার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৯ মিনিটগন্ডেহরি আমার জন্মভূমি আয়োজিত নাইট কাবাডি টুর্ণামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন গনি টাইগার
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের গন্ডেহরি কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল আয়োজনের মধ্য দিয়ে গন্ডেহরি আমার জন্মভূমি আয়োজিত নাইট প্রাইজমানি কাবাডি টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সাজ্জাদুর রহমান সুজাতের সঞ্চালনায় ও হাজী মো: আব্দুল হাই ফটিক মিয়ার সভাপতিত্বে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিছবাহুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ ,মৌলভীবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো আবু সুফিয়ান, চেয়ারম্যান, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালেহ আহমদ, কাউন্সিলর, কার্ডিফ ইউকে, বিশেষ অতিথি, মকলিছুর রহমান, বিশেষ অতিথি, শফিকুর রহমান, আব্দুল হান্নান, মো: শাহিন মিয়া, আব্দুল রকিব, আব্দুল জলিল, সানোয়ার আহমেদ দুরুদ, লুৎফুর রহমান জমসেদ, সাংবাদিক আজাদুর রহমান, সৈয়দ এরশাদ আলী, মেন্দী মিয়া, আলতাফুর রহমান প্রমূখ।
ফাইনাল ম্যাচে মৌলভীবাজার এ্যাথলেটিক্স একাডেমির সাথে মোকাবেলা করে গনিটাইগার কাবাডি দল।
ম্যাচে ২৬-১৪ পয়েন্টের ব্যবধানে ফাইনালে চ্যাম্পিয়ন হয় গনিটাইগার সরকারবাজার এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দ্বিপায়ন।