আদর্শ পাঠাগার বইপড়া উৎসবের বই বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৮ মিনিটআদর্শ পাঠাগার বইপড়া উৎসবের বই বিতরণ সম্পন্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় উৎসবমুখর আমেজে সম্পন্ন হলো ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৪’ এর বই বিতরণ অনুষ্ঠান। ১৬ ফেব্রুয়ারী, শুক্রবার, বিকেল তিন ঘটিকায় জেলা পরিষদ ‘কুলাউড়ায় আড়াই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বইপড়ার গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশিদ উল্লাহর সভাপতিত্বে ও বইপড়া উৎসবের সঞ্চালক প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাংগঠনিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ড. মোঃ আব্দুর রকিব, কুলাউড়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম, প্রভাষক মোঃ আচার উদ্দিন,
প্রভাষক মোঃ আজিজুর রহমান, কুলাউড়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মোঃ মাহফুজুর রহমান।
এছাড়া শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সমাজকর্মী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় তিনশ শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়। প্রদত্ত বই থেকে আগামী ১৬ মার্চ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বই সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সেরা ৫০ জন শিক্ষার্থীকে নগদ বৃত্তি সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হবে।