“দ্রোহে-বিদ্রোহে কবি নজরুল” এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ মিনিটএপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার কুলাউড়ার কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবং মম- ছায়া প্রকাশনীর প্রকাশক এ,এফ,এম ফৌজি চৌধুরীর ষষ্ঠ গ্রন্থ “দ্রোহে বিদ্রোহে কবি নজরুল” এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন কুমিল্লার শিল্পকলা একাডেমিতে সম্পন্ন হয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০২৪ সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এপেক্স বাংলাদেশের ৪৭ তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ মোঃ মাহমুদুল হক সাবু | বিশেষ অতিথি হিসেবে ছিলেন এপেক্স বাংলাদেশের এনভিপি এপেঃ মোঃ এনামুল হক মিলন, আইপিএনপি এপেঃ ইলিয়াস জসিম এপেঃ ডাঃ মুজিবুর রহমান এলজি, এপেঃ একে এম সমিউল আলম,এলজি, এপেঃ ডাঃ জবিউল হোসেন, এলজি, পিএনপি, এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, পিএনপি ও লেখক এ,এফ,এম ফৌজি চৌধুরী প্রমুখ।