আমিরাতে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাসিক সভা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ মিনিটহাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আবুধাবির স্থানীয় একটি হোটেলে সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুস শহীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জুবের আহমদ।
প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা আব্দুল জব্বার এলাইছ। উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, অর্থ সম্পাদক আশরাফ আব্দুল আজিজ, জাইন উদ্দিন ও নুরুল হক প্রমুখ।
বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।