বিশেষ প্রতিনিধি : কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্টজনদের সাথে মতবিনিময়, সংবর্ধনা সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর রোববার স্থানীয় আল হামরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল জলিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইমতিয়াজ রানা আহমদ । সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সমাজসেবক মারুফ আহমেদ, স্পেন থেকে আগত বিশিষ্ট সাংবাদিক বকুল খান , পর্তুগাল থেকে আগত কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন পর্তুগালের সভাপতি আরশাদ সুমন। এছাড়া সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি জাহাঙ্গীর আহমদ শাহজান, সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেল, সহসভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি আকমল হোসেন জুয়েল , সহ সভাপতি কয়েছ আহমদ, সাবেক সাধারন সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি শহিদ আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মুফতি সৈয়দ মাহমুদ আলি, আজগর হোসেন চৌধুরী বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম , সেলিম আহমদ ,খয়রুজ্জামান খছরু , যুগ্ন সাধারন সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম , দেওয়ান ময়নুল হক উজ্জল, ট্রেজারার তৌহিদুল আরেফিন রুহেল ,শাহিন আহমদ, রিকু আহমদ, তুফাজ্জল হোসেন চৌধুরী সাম্মাম , বেলাল আহমদ, তালহা ফেরদৌস, ইঞ্জিনিয়ার শাহ কবির শিপলু , তারেকুল ইসলাম, সানি মোস্তাকিম, সোহেল আহমদ প্রমুখ। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন, এবং অতীতের ন্যায় আগামীতেও সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।