কুলাউড়ায় দারসে নূরানী আয়োজন করে হিলফুল ফুযুল কাফেলা প্রশংসনীয়্
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৪৯ মিনিটকুলাউড়া প্রতিনিধি : গত ১লা অক্টোবর হতে ৩রা অক্টোবর ২০২৫ ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন হিলফুল ফুযুল কাফেলা উত্তর কুলাউড়ার আয়োজনে মোহাম্মদিয়া জামে মসজিদে ৩দিন ব্যাপী দারসে নূরানী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সে এলাকার অসংখ্য দ্বীন দরদী মুসলিম জনতা উপস্থিত হয়ে ঈমান, অজু,গোসল, তায়াম্মুম, নামাজও কিরাতের তারতীব বিষয়ে প্রশিক্ষণ নেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে আলোচনা করেন- বিশিষ্ট আলেমে দীন মাওঃ মুফতী হাবিবুর রহমান হাসানী সাহেব।
উক্ত অনুষ্ঠানটি সফল করতে কাজ করেন হিলফুল ফুযুল কাফেলার সভাপতি- তায়েফ রহমান, সাধারণ সম্পাদক- সাদিক খান সহ অত্র কমিটির অন্যান্য সদস্য বৃন্দ- নাবিদ হোসেন চৌধুরী শিহাব, তারেক রহমান, রুয়েল আহমদ, মাহফুজ আলম, সায়েফ রহমান, হাসান করিম তাহসিন, এনামুল ইসলাম , মাফি রহমান, আহমেদ আবু সাইদ, মাহবুবুর রহমান সাদী, নুরুল ইসলাম নিহাদ, সুজন রশিদ মুক্তা, মাহিন আহমেদ, রাহী রহমান, দেলোয়ার আহমেদ , মাহী রহমান, ওমর আব্দুল্লাহ নাসিফ, এমদাদুল ইসলাম পলাশ, রাহিম আহমেদ সহ সকল সদস্যবৃন্দ।
উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে এলাকার মুরব্বিয়ানরা বলেন, আমাদের সমাজে এতো ভালো মনের ছেলের বাসকরে এবং ইসলামিক মনমানসিকতা পোষণ করে এই আয়োজন না করলে হয়তো অজানাই থেকে যেতো। আমরা চাই প্রত্যেক অঞ্চলের সামাজিক সংগঠন এমন আয়োজন করবে।
তিনদিনের দারসে বয়ান করে সমাপনী দিনে মাওঃ মুফতী হাবিবুর রহমান হাসানী সাহেব বলেন আমি অত্র মসজিদ ও মাদ্রাসায় খেদমতে যোগদানের পর থেকে, এলাকার বাসিন্দা যুবকদের গতিবিধি লক্ষ করি এবং এক প্রর্যায়ে আমি জানতে পারি তারা ইসলামের আলো সমাজে ছড়িয়ে দিতে চায়, আমার সাথে পরামর্শ করলে এই মহতি এবং শিক্ষনিও আয়োজনের কথা বলি। তারা সসম্মানে সম্মতি পোষণ করলে আয়োজনটি অনুষ্ঠিত হয়। তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি।
উক্ত অনুষ্ঠানের অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী আতিকুর রহমান।