শাহ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারীর ইন্তেকাল
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ মিনিট
বিশেষ প্রতিনিধি : ঢাকা সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মফিজ প্লাজার স্বত্বাধিকারী শাহ্ মোঃ মফিজ উদ্দিন সরকার মাইজভান্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফের পীর মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারীর অন্যতম খলিফা ছিলেন।
বৃহস্পতিবার ( ২ অক্টোবর) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জেলার আশেক, ভক্ত, মুরিদানগণ সাভারে ছুটে আসেন।
জানাজার আগে বক্তব্য রাখেন, শাহ সুফি মফিজ উদ্দিন সরকারের জামাতা ওবায়েদুর রহমান অভি।এসময় জানাজায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শশুরের পক্ষ থেকে ক্ষমা চেয়ে তার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।
শাহ সুফি মফিজ উদ্দিন সরকারের দ্বিতীয় জামাতা মৌলভীবাজার সদর আগিউন (বড়বাড়ি) বর্তমান মৌলভীবাজার সোনাপুর খাজা মহল (বড়বাড়ীর) মরহুম মোঃ আব্দুল আলীর সন্তান বিশিষ্ট দানশীল ইতালি প্রবাসী হেলাল আহমদ মুঠোফোনে শশুরের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি সকলের কাছে শশুরের মাগফেরাত ও শোকাহত পরিবারের জন্যে দোয়া কামনা করেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ দরবার শরীফে তাঁহার মরদেহ সমাহিত করা হয়।
শাহ সুফি মফিজ উদ্দিন সরকার গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর একজন খলিফা এবং মাইজভান্ডার দরবার শরিফের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।তরিকতের আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।