হাজি সিরাজউদ্দীন আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৬ মিনিটগত ১৬, ১৭, ও ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কয়েকটি সংবাদ মাধ্যমে হাজী সিরাজউদ্দীন আহমদিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষকবৃন্দ ও স্থানীয় সচেতন মহল। প্রথমত, সংবাদে উল্লেখিত হাজী সিরাজউদ্দীন আহমদিয়া ইবতেদায়ী মাদরাসা ইচ্ছেমতো খরচ,মাদ্রাসার ভূমি নিলাম, টাকা আত্মসাৎ এ সংক্রান্ত অভিযোগ আনা হয়। যা বানোয়াট ভিত্তিহীন। মাদ্রাসার কাজের জন্য ৩ সদস্য বিশিষ্ট উন্নয়ন কমিটির দ্বারা করানো হয়। সেখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তবে মাদ্রাসার আয়ের অংশ নথিপত্রে সংরক্ষিত আছে এবং এই মাদ্রাসাটি এখন পর্যন্ত দাখিল হয়নি। তৃতীয়ত, আমি এই মাদ্রাসায় দীর্ঘ ২৫ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলে ও সত্য কিছু লোক আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। এসব মন্তব্য কারও ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। আমি দৃঢ়ভাবে বলছি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। একটি বিশেষ মহলের ইন্ধনে আমার এবং প্রতিষ্টানের সম্মান ক্ষুন্ন করার জন্য এ সব অপপ্রচার চালানো হচ্ছে। সাংবাদিক ভাইদের কাছে আহবান ভবিষ্যতে এ ধরনের মনগড়া ও অপপ্রচারমূলক প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকুন।
মোঃ রফিকুল ইসলাম , প্রধান শিক্ষক-হাজী সিরাজউদ্দীন আহমদিয়া ইবতেদায়ী মাদরাসা, কুলাউড়া।