কুলাউড়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এমপি প্রার্থী জি. এস. রওশন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ মিনিটআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী, বিএনপি নেতা এম রওশন আলী (জি. এস. রওশন) পক্ষ থেকে কুলাউড়া সরকারি কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদল।
পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আলাউদ্দিন খান। এ সময় কলেজের দর্শন বিভাগের প্রধান সুমা রাণী দেব, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজালাল, প্রভাষক সঞ্জীত কুমার দাস ও জমসেদ খানসহ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম রওশন আলী কুলাউড়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. ছিলেন। তিনি কুলাউড়ার বিভিন্ন সামাজিক-শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।