কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন সাংগঠনিক প্রার্থী সিপার আহমেদ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:২০ মিনিটকুলাউড়া প্রতিনিধি : আগামীকাল ১৩ সেপ্টেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। ওই কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্ধিতা করে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন পাঁচজন প্রার্থী। তন্মধ্যে অন্যতম হলেন সাবেক ছাত্রনেতা সিপার আহমেদ।
এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সিপার আহমেদ বলেন, রাজনীতি ও জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি আমৃত্যু জনকল্যাণের রাজনীতিতে নিয়োজিত থাকতে চাই। আগামীকাল কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আমি ১৯৮৮ সাল থেকে ছাত্রদলে যোগদান করি এবং ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলাম। স্বৈরাচার, পলাতক খুনি হাসিনার বিরুদ্ধে আন্দেলনে সক্রিয় থাকার কারণে ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বার বার কারা নির্যাতিত হই। আমি ৩নং ভাটেরা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাটেরা ইউনিয়ন জাসাসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করি। এছাড়া ভাটেরা ইউনিয়নে জাতীয়তাবাদী যুব পরিষদের আহবায়কের দায়িত্বে রয়েছি।
তিনি আরো বলেন, সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটের মাঠে দিনরাত চষে বেড়াচ্ছি। উপজেলার সবক’টি ইউনিয়নে সম্মানিত ভোটারদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি। দীর্ঘ চলার পথে আমার কথাবার্তায় চাল-চলনে আচার-আচরণে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের সকল নেতাকর্মীদের মহা-মূল্যবান ভোট ও সহযোগিতা চাই।
আমার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড বিবেচনা করে আমাকে আপনাদের মহা-মূল্যবান ভোট দিয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করলে আমি আমার কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও অভিজ্ঞতার দ্বারা কুলাউড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার করছি।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্ধিতাকারী অন্য প্রার্থীরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন।