প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:১৩ মিনিট
বার্তালোক ডেস্ক : প্রো-কাবাডি লীগ ভারতের অন্যতম জনপ্রিয় খেলাধুলার ইভেন্ট, এবং এর নিলামে সুযোগ পাওয়া বাংলাদেশের নৌবাহিনীর রেইডার শাহ মোহাম্মদ শাহান। বাংলাদেশ থেকে ১০ জনের মধ্যে প্রো-কাবাডিতে বিক্রি হয়েছেন মাত্র একজন। হরিয়ানা স্টিলার্স তাঁকে দলে নিয়েছে ১৩ লাখ ভারতীয় রুপীতে।মৌলভীবাজারের এই সন্তানই হয়ে উঠেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
এতোমধ্যই প্রো-কাবাডি লিগের নতুন আসর শুরু হয়েছে। সেই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবেন শাহ মোহাম্মদ শাহান।
মৌলভীবাজারের কাবাডি সংগঠক ও ফেডারেশনের সাবেক সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘একের পর এক আন্তর্জাতিক সিরিজ খেলেও লাভের মুখ দেখাতে পারেনি কাবাডি ফেডারেশন। ঘরোয়া কাবাডি উন্নয়নে মন না দিয়ে বিদেশ সফরে খরচ বাড়ানো হচ্ছে। তারই প্রমাণ এই নিলাম। মাত্র একজন খেলোয়াড় বিক্রি হওয়া আমাদের জন্য বড় ব্যর্থতা। তবে শাহ মোহাম্মদ শাহান আমাদের জেলার গর্ব। সবাইকে পেছনে ফেলে সে যেভাবে জায়গা করে নিয়েছে, তাকে আমি অভিনন্দন জানাই।’
শাহান বলেন, প্রো-কাবাডি লীগে সুযোগ পাওয়া আরেকটি অর্জন যদিও ভিসা জটিলতায় বেশকিছুদিন অপেক্ষা করতে হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবো ইনশাআল্লাহ দেশবাসীর কাছে দোয়া চাই।