হবিগঞ্জে এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগের ১ম বর্ষ পূর্তি উদযাপন কাওছার আহমদ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ মিনিটকাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলায় জমকালো অয়োজনের মধ্য দিয়ে কেক কেটে এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগের ১ম বর্ষ পূর্তি উদযাপন করেছে, হবিগঞ্জের ৯৫ ব্যাচের বন্ধুরা। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
এস এস সি- ৯৫ ব্যাচ সিলেট বিভাগের ১ম বর্ষ পূর্তি উদযাপনের সময় হবিগঞ্জ ৯৫ ব্যাচ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- এডঃ মইনুল হাসান, সালা উদ্দিন টিটু, এডঃ হাসবী সাঈদ চৌধুরী, এডঃ উজ্জ্বল বাবুল মিয়া, মুসলিম উদ্দিন, সোহেল আহমেদ, সেলিম আহমেদ, শাহ্ মোস্তফা, রাজেশ সরকার, রফিক, নাসির উদ্দিন, এনামুল হক টি সি, ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, আঃ রশিদ, আলী আশরাফ হীরা, মশিউর রহমান যাদু, আল ইসলাম চিশতী প্রমূখ।