এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ কর্মসূচি পালন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২২, ৩:৩৩ মিনিটএপেক্স বাংলাদেশের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ কর্মসূচি পালন করেছে।
গত ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের পাকশী পার্টি সেন্টার হলে এপেক্স ক্লাব অফ মৌলিভীবাজার এর আয়োজনে অ্যাক্টিভ ফ্লোর মেম্বার এপেক্সিয়ান সালেহ আহমেদ এর পৃষ্ঠপোষকতায় হযরত শাহ কামাল এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে এ মৌসুমি ফল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সোহেল আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেক্সিয়ান উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইভ মেম্বার এপেক্সিয়ান উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লাইফ মেম্বার এপেক্সিয়ান এ এফ এম ফৌজি চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন পিপি এপেক্সিয়ান শহীদ ইসলাম তনয়, এপেক্সিয়ান ডাঃ হেমন্ত চন্দ্র পাল,আইপিপি এপেক্সিয়ান শফিউল আলম সৌরভ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল বাসিত জাহাঙ্গীর, জুনিয়র ভাইস-প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল জলিল, সেক্রেটারি এন্ড ডি এন ই এপেক্সিয়ান যুবায়ের আহমদ সোহেল, সার্ভিস ডিরেক্ট এপেক্সিয়ান প্রশান্ত দেব নাথ,ট্রেজারার এপেক্সিয়ান পান্না চন্দ্র নাথ ও অ্যাক্টিভ ফ্লোর মেম্বার এপেক্সিয়ান সেলিম সহ অন্যান্য এপেক্সিয়ান বৃন্দ।