কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন নেতৃত্বে পারভেজ ও সুমন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৬:৪০ মিনিটবার্তালোক ডেস্ক : ফ্রান্সে অবস্থানরত কুলাউড়াবাসীর অন্যতম বৃহৎ ও প্রাচীন প্রবাসী সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ৭ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল বাছিত সুমন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন সিদ্দিকী।
কমিটির উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা অজয় দাস। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম, কয়েছ মিয়া, সাতির হাছান, সুনাহর খান ও হাছান সিদ্দিকী।
অনুষ্ঠানে সংগঠনের পুরাতন ও নতুন সদস্যসহ প্রায় দুই শতাধিক প্রবাসী কুলাউড়াবাসী অংশগ্রহণ করেন।
নতুন কমিটি আগামী দুই বছর ফ্রান্সে বসবাসরত কুলাউড়াবাসীর কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।