স্টার স্টাইকার্স গিয়াসনগর মাদ্রাসা বাজারের সাধারণ সম্পাদক মায়াজ আহমেদ এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৮:৩১ মিনিটবার্তালোক ডেস্ক : স্টার স্টাইকার্স গিয়াসনগর মাদ্রাসা বাজারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মায়াজ আহমেদ এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত।
শুক্রবার ০৭/০৩/২০২৫ইং কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া বাজারে অনুষ্ঠিত উক্ত মহতি আয়োজনে সভাপতিত্ব করেন দুলাল আহমদ সংগঠনের বর্তমান সভাপতি সঞ্চালনায় আব্দুল আহাদ মারুফ সাংগঠনিক সম্পাদক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা ও সামাজিক সংগঠক সামাদ খান রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জুবের আহমদ, শরীফ উদ্দিন, হেলাল আহমদ, শেখ সালাহউদ্দিন, আবুল কালাম, নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত স্টার স্টাইকার্স গিয়াসনগরে কার্যকরী কমিটির সহ-সভাপতি এমদাদুল ইসলাম অপু, কামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ, কোষাধ্যক্ষ কাওসার আহমদ, ক্রীড়া সম্পাদক সামিউল হাসান সিহান,দপ্তর সম্পাদক রিমাদ আহমদ, সহ-প্রচার সম্পাদক সামিউল আহমদ সহ সকল সদস্য বৃন্দ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি জনাব মায়াজ আহমদ বলেন আমি দেশে অবস্থান কালে এই সংগঠনের সাথে আত্বিক সম্পর্ক ছিলো দেশ ছেড়ে জীবিকার তাগিদে প্রবাসে গেলেও আমার মন প্রাণ এদেশের সকল মানুষের প্রতি থাকবে বিশেষ করে আমার প্রাণের সংগঠন স্টার স্টাইকার্স এর কমিটির ভাইদের কথা ভুলবো, সংগঠনের অগ্রগতি সাদিত হওয়ার লক্ষে সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবো।