মৌলভীবাজারে সিপিএ ইউসিক্স ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১ মিনিটমৌলভীবাজারে ১১ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়নের মেগা ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচ দুটি শক্তিশালী দল মোকাবেলা করে “এসি সি নাইট রাইডার্স” বনাম “ইউ এল সুপার কিংস”
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এসি সি নাইট রাইডার্স ১৫১রানের লক্ষ ছুড়ে দেয় তাদের প্রতিপক্ষ দল ইউ এল সুপার কিংসকে জবাবে দুর্দান্ত ব্যাটিং করে ৬ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন শীপের গৌরব অর্জন করে ইউ এল সুপার কিংস।
তার সুবাদে ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে ইউ এল সুপার কিংস।
খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল ওমেক্সিমাম সিক্স জুবায়ের। টুর্ণামেন্ট সেরা বেস্টম্যান সামুসুল খাঁন, টুর্ণামেন্ট সেরা উইকেটার হন জাহিদুল এবং
বেস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হন শেখ মারুফ।