স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত.
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ৮:১৭ মিনিটশেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ): স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের রক্তদান ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জ র ৫ম প্রতিষ্ঠাবাষিকী ও ৬ষ্ঠ তম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা পালন করা হয়।
শুক্রবার(৬ জানুয়ারী) স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান এই স্লোগানকে সামনে রেখে অলিপুর সাইন্স ক্লাবের সামনে কেক কাটা,র্যালী এবং আলোচনা সভার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের রক্তদান সংগঠনের এডমিন সাবাঈদ আহমেদ,রায়হান ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম উজ্জ্বল,রুবেল আহমেদ নিলয়, মোহন আহমেদ,ফয়সাল খন্দকার, সুজন দেব,শাকিল আহমেদ মুন্না,জয় হাসান, সাব্বিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সকলের দোয়া ও সহযোগিতায় তারুণ্যের রক্তদান ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।