জানা গেছে, মেঘনা ব্রিকসের মালিক শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সবসময় অব্যাহত থাকবে।